বুধবার, ১১ মে, ২০১৬, ০৯:০৯:০৩

কে এই ডেইজি? তিনি কেন চাচ্ছেন না সালমান খান বিয়ে করুক!

কে এই ডেইজি? তিনি কেন চাচ্ছেন না সালমান খান বিয়ে করুক!

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই সবার মাথা ব্যথা ছিল কবে বিয়ে করবেন বলিউড সুলতান? তবে সে অপেক্ষার পালা এবার শেষ। হ্যাঁ বলেছেন ভাইজান। আর তাই তো বলিউডজুড়ে এখন একটাই মাতম, সালমান খান অবশেষে বিয়ে করার জন্য হ্যাঁ বলেছেন। সেও তার মায়ের কথাতে তিনি রাজি হয়েছেন।

এদিকে এ যখন অবস্থা তখন ডেইজি শাহ কেন চাচ্ছেন না, সালমান খান বিয়ে করুক! এর পিছনে কি কোন রহস্য আছে? তার না হলে তিনি কেন এমনটা চাচ্ছেন! এ নিয়ে ভীষণ রকম ভাবনায় পড়েছেন অনেকে। রহস্যটা কি?

ডেইজি শাহ বহুদিন ধরে বলিউডের আইটেম গার্ল ছিলেন। ২০০৩-এর তার ডেবিউ সালমানের হাত ধরেই। ‘তেরে নাম’ সিনেমায় ‘লগন লাগি’ ডান্স সিকোয়েন্স সালমানের সঙ্গী ছিলেন তিনি। কিন্তু বলিউডে তেমন কিছু করে উঠতে পারেননি এই ৩১ বছরের নায়িকা। দক্ষিণ ভারতীয় ছবিতেই আটকে থেকেছেন।

সেই ডেইজি শাহ-ই সালমানের বিয়ের তীব্র বিরোধিতা করছেন এবং অদ্ভুত সব কারণ দেখাচ্ছেন। ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ‘জয় হো’ সিনেমাতে। তখন থেকেই কি সালমানের প্রতি মনে অনুরাগ জন্মেছিল? ২০১৫-তে ‘হেট স্টোরি থ্রি’-তে বোল্ড দৃশ্যে অভিনয় করার জন্য হালকা বকুনিও খেয়েছিলেন সালমানের থেকে।

সেই ডেইজি-ই এখন বলছেন সালমানের বিয়ে করা উচিত নয়। তবে কি মনে মনে লুলিয়া-কে ঈর্ষা করছেন ডেইজি? ডেইজি-র বক্তব্য, না। লুলিয়া-কে নিয়ে ওঁর কোনও সমস্যা নেই কিন্তু তিনি চান না সালমান বিয়ে করেন। কারণটা অতি হাস্যকর।

ডেইজি নাকি ‘বিবাহ’ নামক ইনস্টিটিউশনে বিশ্বাস করেন না। তাই তিনি চান না তার কোনও বন্ধুর বিয়ে হোক! আজব যুক্তি সন্দেহ নেই। কিন্তু এই যুক্তিটি কি আইওয়াশ? এর পিছনে কি অন্য কিছু রয়েছে যা ডেইজি স্পষ্ট করে বলতে চান না?
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে