বিনোদন ডেস্ক : সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরই লুলিয়া ভান্তুরকে বিয়ে করবেন সালমান খান। এমনই গুঞ্জন এখন বলিউডপাড়ায়। তবে এরই সাথে যুক্ত হয়েছে নতুন আরেক গুঞ্জন! লুলিয়া ভান্তুর নাকি সালমান খানের সাথে ক্যাটরিনা কাইফের মেলামেশাটা একদমই মেনে নিতে পারছেন না! এ নিয়ে নাকি মতানৈক্য দেখা দিয়েছে তাদের মাঝে?
জানা গেছে, অনেক জল্পনার পর শেষ পর্যন্ত রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে গাটছড়া বাঁধতে রাজি হয়েছেন সালমান খান। শোনা যাচ্ছে, চলতি বছরেরে শেষের দিকেই লুলিয়ার গলায় মালা দেবেন ভাইজান। আর এরই মধ্যে শুরু হয়েছে হবু বর-বধূর মধ্যে মন কষাকষি হয়েছে। কেন ?
সালমানের সঙ্গে লুলিয়ার মন কষাকষির মূলে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কাইফ কিন্তু আবার সালমানের কাঁধেই মাথা রেখে নিশ্চিন্তে সময় কাটাতে চাইছেন। ক্যাটরিনাকে নতুন বাড়ি খুঁজে দিতে সাহায্যও করেছেন সালমানের ম্যানেজার। যদিও, দু’জনেই দাবি করেছেন, বন্ধুত্ব ছাড়া তাদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই। কিন্তু, সালমান-ক্যাটরিনা এ বিষয়ে যা-ই দাবি করুন না কনে, গুঞ্জন থামছে না।
সূত্র বলছে, সালমানের সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্ব নিয়ে লুলিয়া বেশ অসন্তুষ্ট। যদিও, তিনি এ বিষয়ে কোনও চিতৎকার, চেচামেচি করেননি। উলটো, বিষয়টি নিয়ে সালমানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেছেন লুলিয়া। আর সালমানও তাকে নাকি এ বিষয়ে অশ্বস্ত করেছেন। তাহলে কি ক্যাটরিনার সঙ্গ ত্যাগ করবেন সালমান খান?
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন