বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১০:০২:৩৮

মনের দুঃখে বাড়ি ছেড়ে দিলেন ক্যাটরিনা!

মনের দুঃখে বাড়ি ছেড়ে দিলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : নিজেরে ফ্ল্যাট রেখে রণবীর কাপুরের জন্য বান্দ্রার ফ্ল্যাটটিতে উঠেছিলেন ক্যাটরিনা। দু’জন ঘরও বেঁধেছিলেন। আর খুব যত্ন নিয়েই এ বাড়িটি সাজিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু সে সুখ আর সইলো না। হয়ে গেল তাদের বিচ্ছেদ।

এদিকে বিচ্ছেদের ৪ মাস পর্যন্ত ফাঁকা সেই বাড়িটিতে একাই ছিলেন ক্যাটরিনা। তার আশা ছিল যদি রেগে যাওয়া প্রিয় মানুষটা ফিরে আসে। আবারও ঘর করবেন। সুখ আর দুঃখ ভাগাভাগি করেই থেকে যাবেন এক ছাদে তলায়। কিন্তু সে আর হলো না। অপেক্ষা শেষে সে বাড়ি ছাড়লেন ক্যাটরিনা কাইফ।

কিছুদিন আগে ছবির শ্যুটিং-এ যখন রণবীর কাপুরের মুখোমুখি হয়েছিলেন, তখনই বুঝে গিয়েছিলেন তাদের বানানো সংসার ভেঙে গিয়েছে। কারণ, ব্যক্তিগত জীবনের দূরত্ব যখন রণবীর পেশাগত জীবনে টেনে আনলেন, চিত্রনাট্যের প্রয়োজনে শ্যুটিং-এ  ক্যাটরিনার সাথে ঘনিষ্ঠ হতেও অস্বীকার করলেন, তখনই বুঝে গিয়েছিলেন আর কিছু অবশিষ্ট নেই। এমনকী, ঘনিষ্ঠ যাতে হতে না হয় তার জন্য পরিচালক অনুরাগ বসুর সামনেই চিত্রনাট্যে সিন রদবদল করে দেন রণবীর।

রণবীর কাপুরের এই আচরণ আর নিতে পারলেন না ক্যাটরিনা। সেদিন থেকেই মনটা আরও একবার ভাঙতে শুরু করেছিল। রণবীর বাড়ি ছাড়ার পর ক্যাটরিনা অন্যত্র চলে যাওয়ার উদ্যোগটা নিলেও, তিনি বাস্তবে বাড়ি ছাড়ছিলেন না। তার আশা ছিল ভুল বোঝাবুঝি সেরে রণবীর হয়তো ফেরত আসবেন। তা হওয়ার নয় বুঝতে পেরেই এবার বাড়ি ছাড়লেন ক্যাটরিনা। বান্দ্রায় অন্য একটি ফ্ল্যাটে চলে গেছেন তিনি, বলে জানা গিয়েছে।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে