বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১০:৩০:১৮

হানিমুনে গিয়ে ভক্তদের উপর যে কারণে চটেছেন বিপাসা!

হানিমুনে গিয়ে ভক্তদের উপর যে কারণে চটেছেন বিপাসা!

বিনোদন ডেস্ক : সদ্য 'মিস' থেকে 'মিসেস' হয়েছেন। এখনো কাটেনি বিয়ের হ্যাংওভার। খোশমেজাজেই কাটাচ্ছিলেন 'মাঙ্কিমুন'। কিন্তু হঠাৎ মেজাজ গেল বিগড়ে। হানিমুনে গিয়ে আচমকাই মেজাজ হারালেন বিপাশা বসু। কিন্তু কী এমন হল? এরই মধ্যে বরের সঙ্গে মনকষাকষি? নাকি অন্য কিছু?

না কোনো পারিবারিক অশান্তি নয়, বিপাসা চটেছেন ভক্তদের ওপর। মালদ্বীপের হোটেল রুমে রোজই নিত্যনতুন টাওয়েল আর্ট উপহার পাচ্ছেন 'নিউ ম্যারেড কাপল'। সেই আর্টের ছবি কোলাজ করে পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। কিন্তু সেই ছবিতে পড়েছে বেশ কিছু নেতিবাচক কমেন্ট। লোকে নানা 'কটূ' কথা বলেছে হাব্বি করণ সিং গ্রোভার সম্পর্কে। এসব মোটেও পছন্দ হয়নি বিপাশার। বেজায় চটেছেন। মেজাজ হারিয়ে বেশ লম্বাচওড়া একটা রিপ্লাইও লিখে ফেলেছেন ইন্সটাগ্রামে।-জিনিউজ
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে