বিনোদন ডেস্ক : ক্যান্সার আক্রান্ত কণ্ঠশিল্পী স্বীকৃতির পাশে এসে এবার দাঁড়িয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।
সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পীকে দেখতে গিয়েছিলেন রুনা লায়লা। এসময় তিনি স্বীকৃতির পাশে বেশ কিছুটা সময় কাটান।
স্বীকৃতিকে সাহস দিয়ে রুনা বলেন, ‘সবার দোয়া আছে তোমার প্রতি। নিশ্চয়ই তুমি ভালো হয়ে বাড়ি ফিরে যাবে।’ স্বীকৃতিকে ভারতীয় একজন ক্যানসার বিশেষজ্ঞের মুঠোফোন নম্বরও দেন রুনা। এরপর অসুস্থ শিল্পীর পরিবারের হাতে তিনি কিছু অর্থ তুলে দেন।
স্বীকৃতির ছোট বোন লাবণী জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে এই শিল্পীকে।
৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন