বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী সানি লিওনের অতীত জীবন নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে। তবে বর্তমানে সানির মধ্যে সেই লেস আর নেই বললেই চলে। এখন তিনি বলিউডের সেরা নায়িকাদের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। আর এমন সময় তার অতীত জীবন নিয়ে মুখ খুললেন সানি লিওন।
সানির কথায়, ছোট থেকেই ভীষণ আদুরে স্বভাবের ছিলেন তিনি। কোনো দিনই লাজুকে ছিলেন না। হকি, ফুটবল সমস্ত খেলাধূলার পারদর্শী। শুধু ক্যারিয়ারেই নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেও সব সময় নাম্বার ১ ছিলেন তিনি।
১৯৮১ সালে জন্মের পর থেকে এখনো পর্যন্ত কেমন চলছে তার জীবন তা নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছিলেন সানি। ‘ড্র মাই লাইফ’ নামে এই ভিডিও-তে আসলে ৪টি ধাপে তার জীবনকে এঁকে বুঝিয়েছেন তিনি। যা দেখে অন্য সানিকে খুঁজে পাবেন আপনি। সানির নিজের মুখই দিয়েছেন তার জীবনের সেই বর্ণনা।
১৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই