বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের হবু বধূ রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুর গোপন তথ্য ফাঁস! বলিউডে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন সালমান খান। ঘোষণা দেয়ার কথাও ছিল প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
ঘোষণা না আসলেও এবার এল নতুন খবর। লুলিয়া ভান্তুর নাকি এর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এতদিন তা গোপন থাকলেও এবার ফাঁস করলো ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, সালমান খানের সঙ্গে প্রেমে জড়ানোর আগে রোমানিয়ান সংগীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন লুলিয়া। সাবেক স্বামীর সঙ্গে তোলা কিছু ছবিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়।
দীর্ঘদিন প্রেম করে ২০০৭ সালে লুলিয়া-মারিয়াস বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রেম করে বিয়ে করলেও বেশিদিন টিকেনি। চার বছরের মাথায় ২০১১ সালে ইতি টানেন এই জুটি।
এদিকে ২০১১ সালে দুবাইয়ে এক থা টাইগার সিনেমার চিত্রায়ণের সময় লুলিয়ার সঙ্গে পরিচয় হয় সালমান খানের। এর পরের ঘটনা কারো অজানা নয়।
লুলিয়ার সঙ্গে নিজের প্রেমের কথা ধীরে ধীরে স্বীকার করে নিচ্ছেন সালমান খান। ১৩ মে শুক্রবার প্রীতি জিনতার রিসেপশন অনুষ্ঠানে একই গাড়িতে চড়ে দু’জনের উপস্থিতি এমনটাই আভাস দিচ্ছে। এ বছরই লুলিয়াকে বিয়ে করার কথা।
কিন্তু এর আগেই প্রকাশ পেল একটি চমকপ্রদ খবর। লুলিয়ার সাবেক স্বামীর খবরে তোলপাড় ওয়েব দুনিয়ায়।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম