বিনোদন ডেস্ক : তানভীন সুইটি। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। মিডিয়া পাড়ায় প্রিয়দর্শিনী অভিনেত্রী বলেই যিনি পরিচিত। একসময় এই অভিনেত্রীকে ছোটপর্দায় দেখা যেতো নিয়মিত। নির্মাতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও ছিলেন তিনি।
তার শিডিউল পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন অনেক নির্মাতাই। কিন্তু একসময়ের এত ব্যস্ত একজন অভিনেত্রীকে এখন আর পর্দায় দেখাই যাচ্ছে না! কারণ কি?
এর কারণ খুঁজতে গিয়ে জানা গেলো সুইটির আভিমানের কথা। স্বেচ্ছায় অন্তরালে থাকার কথা। তবে এর জন্য প্রথমেই এই অভিনেত্রী দায়ী করেছেন মানহীণ নাটকগুলোকে।
হঠাৎ করে টিভি চ্যানেলের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় নাটকের মান ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। এর ফলে তিনিও ছোট পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। কিন্তু এখন তিনি আবারো অভিনয়ে ব্যস্ত হতে চাইছেন। তবে মানসম্পন্ন চিত্রনাট্যগুলোতেই কেবল অভিনয় করবেন বলে জানিয়েছেন।
এ সম্পর্কে সুইটি জানিয়েছেন, 'আমি অভিনয় ভুবনের মানুষ। অভিনয়ই আমার ধ্যানজ্ঞান। ক্যারিয়ারের শুরু থেকে মানসম্পন্ন নাটক-টেলিছবিতে অভিনয় করে সবার কাছে প্রশংসিত হয়েছি। তাছাড়া আমি কখনোই কাজের সঙ্গে আপস করিনি।
তিনি জানান, সব সময় শতভাগ মনোযোগ সহকারে অভিনয় করেছি। কিন্তু বিগত কয়েক বছরে নাটকের মান এতটাই কমে এসেছে যে, রীতিমতো অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। তবে ইদানীং কিছু ভালো নাটক নির্মিত হচ্ছে। আশা করি, সবাই সতর্ক থাকলে মানসম্পন্ন কাজের পরিবেশ আবারো ফিরে আসবে।'
সুইটি বর্তমানে পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গত মাসে তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। এ ব্যাপারে সুইটি বলেন, 'পারিবারিক কিছু কাজের জন্য আমি আমেরিকায় গিয়েছিলাম। সেই সঙ্গে মানসিক প্রশান্তির জন্য সেখানকার বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি’।
ছোট পর্দা থেকে দূরে থাকলেও সুইটি মঞ্চ নাটকে সরব রয়েছেন। 'মুক্তি' শীর্ষক নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন তিনি। লি বেস্নসিংয়ের ইংরেজি নাটক থেকে এটি বাংলায় রূপান্তর করেছেন মিজারুল কায়েস।
এর নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার। সুইটি ছাড়াও এই নাটকে আরো অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী প্রমুখ।
উল্লেখ্য, তানভীন সুইটি ছোট পর্দার পাশাপাশি 'বাঁশি' ও 'ডিরেক্টর' শিরোনামের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাছাড়া একটি বুটিক হাউস ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি।
৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন