বিনোদন ডেস্ক : বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছেন! মারাত্মাক সমস্যা তার ‘ব্যক্তিগত’ জীবন। মানসিক রোগ জেঁকে বসেছে। চেষ্টা করা হচ্ছে, এই অভিনেতাকে সুস্থ করার জন্য। কিন্তু এখানেই আরও বড় সমস্যা।
অক্ষয় কুমার ভুগছেন স্প্লিট পার্সোনালিটিতে। রোগটির নাম ‘ডিসোসিয়েটিভ আডেনটিটি ডিসঅর্ডার’। অর্থাৎ, তার মধ্যে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দু’টি সত্তা। আর এই নিয়েই যাবতীয় গোলমাল। সমস্যা আরও বেড়েছে অন্যত্র। যে মহিলা চিকিৎসক তার চিকিৎসা করছিলেন, তার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আক্কি!
এমনকী সেই চিকিৎসকের বাবার কাছেও চলে গিয়েছেন মেয়ের পাণিপ্রার্থী হয়ে। চিকিৎসক ইতিমধ্যেই অক্ষয়কে তার রোগের কথা জানিয়েছেন। ‘ডিএনডি’ শুনে অক্ষয় প্রথমে ভেবেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’! এবারে বুঝতে পারছেন, সমস্যা কতটা গুরুতর? এতক্ষণ ধরে যা বলা হল, তা ‘হাউসফুল ৩’-র গল্পের একাংশ।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন