বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় এখন কান পাতলেই শোনা যায় বলিউডের ব্যাচেলর খান সালমান এবং লুলিয়ার বিয়ের সংবাদ। সালমান খানের সঙ্গে এবছরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই নাকি সালমানের ব্যাচেলর জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। যদিও, বলিউড পাড়ার একাংশের মতে, আগে সালমান খানের বিয়ে করার মতো মন মেজাজ তৈরি হোক তাপরই নাহ বিয়ের পিড়িতে বসা যাবে।
সে সমস্ত জল্পনার অবসান ঘটে যায় প্রীতির রিসেপশনের দিন, রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়াকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন বলিউডের এই সুপার হিরাে। ওইদিন দু’জনকে একসঙ্গেই দেখা গেছে। যা থেকে অনেকেরই ধারণা, এবার হয়তো ডাবল হচ্ছেন বলিউডের খান সাহেব। কিন্তু, জানেন কি, সালমান যাকে বিয়ে করতে চলেছেন, সেই লুলিয়ারও আগে একবার বিয়ে হয়েছে।
হয়তো এমন সংবাদ শোনার পর আপনি আবাক হতে পারেন। কিন্তু, সালমানের সঙ্গে পরিচয় হওয়ার আগে মারিয়াস মোগা নামে একজন প্রযোজক শিল্পীর সঙ্গে বিয়ে হয় লুলিয়া ভানটুরের। বেশ কিছুদিন তারা সংসারও করেছেন। কিন্তু, মারিয়াসের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই লুলিয়ার সঙ্গে পরিচয় হয় সালমানের। আর সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। কিন্তু, তাতে কী? মন যখন একবার জুড়ে গিয়েছে, সালমানের সঙ্গে তখন আর লুলিয়াকে আটকায় কে? তাছাড়া লুলিয়ার আগের বিয়ের বিষয়ে সালমান খান সবই জানেন!
১৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই