বুধবার, ১৮ মে, ২০১৬, ০১:৫০:০৬

খবর পাক্কা! জন্মদিনেই লুলিয়াকে বিয়ে করবেন সালমান খান

খবর পাক্কা! জন্মদিনেই লুলিয়াকে বিয়ে করবেন সালমান খান

বিনোদন ডেস্ক : অবশেষে জানা গেলো বলিউড ভাইজান সালমান খানে সম্ভাব্য বিয়ের তারিখ। আর তিনি তার রোমানিয়ার প্রেমিকা লুলিয়া ভান্তুরকেই বিয়ে করছেন বলে খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, ৫০ বছর বয়সী এ অভিনেতা সালমান খানের সঙ্গে রোমানিয়ান সুন্দরী লুলিয়ার বিয়ের কথা উঠেছে সম্প্রতি। এতদিন ধরে জানা গেছে এ বছরের শেষে গাঁটছড়া বাঁধছেন ভাইজান। নামের পাশ থেকে ‘ব্যাচেলর’র তকমাটাও কাটা পড়ছে। অর্থাৎ আগামী ডিসেম্বরে বিয়ে হচ্ছে সালমানের।

কিন্তু তিনি ঠিক কোন তারিখে লুলিয়াকে ঘরের বউ করে তুলবেন এমনটা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। অবশ্য স্পটবয়-এর বরাত দিয়ে টাইস অব ইন্ডিয়া জানিয়েছে আগামী ২৭শে ডিসেম্বর অর্থাৎ নিজের জন্মদিনেই ঘটা করে বিয়ে করবেন সালমান।

এদিকে বিয়ের আগেই হবু বউকে সহকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ভাইজান। সম্প্রতি প্রীতি জিনতার রিসেপশনে লুলিয়াকে সঙ্গে করে নিয়ে যান সালমান। সেখানে সবার সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে রোমানিয়ান এ টিভি তারকার সঙ্গে পরিচয় সালমানের। সে সময় থেকেই তাদের বন্ধুত্ব। আর সেটা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে সালমানের প্রেমিকার তালিকা দীর্ঘ হওয়ায় লুলিয়াকে তার চূড়ান্ত জীবন সঙ্গীনি হিসেবে ভাবেননি কেউই। অবশ্য সময়ের বিবর্তনে তাদের সম্পর্ক শুধু প্রেমের ফ্রেমেই আটকে থাকেনি। চলতি বছরের শুরুর দিকে লুলিয়াকে ঘিরে বিয়ের আলোচনা শুরু হয়। এতদিন অনেক জলঘোলা হয়েছে সালমানের বিয়ে নিয়ে। তবে সব জল্পনার অবসান হবে যদি জন্মদিনে লুলিয়াকে বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন এ সুপারস্টার।  
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে