বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সাথে বিচ্ছেদের পর থেকেই সিদ্ধার্থ মালহোত্রার কাছাকাছি আসতে শুরু করেছিল ক্যাটরিনা কাইফ। তবে এবার শোনা যাচ্ছে এই সিদ্ধার্থর সাথেই ক্যাটরিনা নাকি প্রেম করছেন? আর এ নিয়ে এখন পুরো বলিউডেই চলছে দারুণ আলোচনা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাট ও সিদ্ধার্থ বর্তমানে ‘বার বার দেখো’ ছবিতে অভিনয় করছেন। সেখানে তাদের রসায়ন ও ঘনিষ্ঠতা দেখে সেটের মানুষজন তাদেরকে ভিন্ন চোখে দেখছে। শুধু তাই নয়, ক্যাটরিনা তার ও রণবীরের ভালবাসার ফ্ল্যাট ছেড়ে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন। আর এটি নাকি সিদ্ধার্থ মালহোত্রার অ্যাপার্টমেন্টের একদম কাছেই।
আরো শোনা গেছে, আলিয়া ও সিদ্ধার্থের মধ্যকার সম্পর্ক নাকি খুব একটা ভাল যাচ্ছে না। ‘বার বার দেখো’ ছবিকে ঘিরে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন আলিয়া।
তবে বলিউডের গোপন খবর, আলিয়া চাইলেই এই পার্টিতে থাকতে পারতেন। এও শোনা গেছে, করন জোহর নাকি আলিয়া ও সিদ্ধার্থের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়েছেন।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন