শনিবার, ২১ মে, ২০১৬, ০২:৪১:৪৪

জানেন কীভাবে আরও আকর্ষণীয় হয়ে গেল আনুশকার ঠোঁট?

জানেন কীভাবে আরও আকর্ষণীয় হয়ে গেল আনুশকার ঠোঁট?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা যখন শাহরুখ খানের বিপরীতে ‌‘রাব নে বাসা দি জোড়ি' সিনেমায় অভিনয় করেছিলেন তখন তার ঠোঁট ছিল মোটা। আর এখন? অসাধারণ, আকর্ষণীয়। তা কি করে আনুশকা এতটা আকর্ষণীয় করলেন তার ঠোঁট?

সবার মুখে মুখে শোনা যাচ্ছিল যে, আনুশকা শর্মা নাকি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু জানেন কি নিজের ঠোঁট আরও আকর্ষণীয় করে তুলতে আসলে ঠিক কী করেছিলেন আনুশকা?

আনুশকা শর্মার ঠোঁট নিয়ে কম বিতর্ক হয়নি। সমালোচকেরা বলেছিলেন যে তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু এতদিন পর আনুশকা শর্মা বিষয়টি নিয়ে মুখ খুললেন।

তিনি জানালেন যে, তিনি মোটেই ঠোঁটে অস্ত্রোপচার করাননি। তিনি ছবির প্রয়োজনীয়তার জন্য ঠোঁটে এক ধরণের প্রযুক্তি ব্যবহার করেছিলেন। সেই প্রযুক্তির ফলেই সাময়িকভাবে তার ঠোঁট বড় দেখালেও, কিছুদিন পরেই আবার তা আগের মতো হয়ে যাবে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে