মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৮:২৩:১৭

দাফনের আগেই ধরা খেল সাবিরার প্রেমিক

দাফনের আগেই ধরা খেল সাবিরার প্রেমিক

বিনোদন ডেস্ক : সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যাকারী মডেল সাবিরা হোসাইনের মরদেহ দাফনের আগেই ধরা খেলেন তার প্রেমিক।
আত্মহত্যার আগে লিখে যাওয়া সুইসাইড নোট আমলে নিয়ে তার প্রেমিক নির্ঝর সিনহা রওনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলের দিকে মিরপুর থেকে রওনককে আটক করা হয় বলে জানান রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম।

তিনি জানান, সাবিরার আত্মহত্যার ঘটনার বিস্তারিত জানার জন্য নির্ঝরকে আটক করা হয়েছে।  তবে এখন পর্যন্ত মডেল সাবিরার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় করা হয়নি বলেও জানান তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মডেলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।  পরে মামা হুমায়ন কবির তার মৃতদেহ বুঝে নেন।

উল্লেখ্য, ২৪ মে মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগরের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ।

রাতেই ভিডিওবার্তা যুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে সাবিরা লিখেন, ‘আমি তোমাকে (নির্ঝর) দোষ দিচ্ছি না।  এটা তোমার ছোট ভাইকে বলা।  সে আমাকে যা ইচ্ছে বলেছে।  আর বেস্ট পার্ট হল, সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।  আর আমার প্রশ্ন হল, তোমার কি একটুও ফিল হয়নি?’

তিনি লিখেন, ‘আমাকে ব্যবহার করবে আর আমি সরে যাবো।  এটাতো হতে পারে না।  বিয়ের কথা বললে তোমার পরিবার অসুস্থ হয়ে যায়।

সবশেষে নির্ঝরকে ট্যাগ করে সাবিরা লিখেন, ‘আমার মৃত্যুর জন্য সে (নির্ঝর) দায়ী।  যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।’
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে