বিনোদন ডেস্ক : নামী-দামী প্রোডাকশনের ব্যানারে খুব বড় একটি প্রজেক্টের মাধ্যমে হলিউডে সফল যাত্রা করেছেন বলিউডের ‘পিকু’খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। হলিউডে তার প্রথম ছবি ‘ট্রিপল-এক্স :দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’।
ভিন ডিজেলের বিপরীতে এ ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। কিন্তু শেষ দিনে দীপিকা পাড়ুকোনের শুটিংয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’!
এদিকে দীপিকার হলিউড সফর নিয়ে দারুণ উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগিরা। তারা খুবই আগ্রহ নিয়ে দিন গুণছেন, কবে মুক্তি পাবে ‘ট্রিপল-এক্স :দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’? আবার কেউ কেউ এ-ও ভাবছেন, হলিউড ছবিতে কেমন দেখাবে পিকুকে?
এ ছবিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা। কালো চামড়ার পোশাকে সেরেনার ‘বোল্ড’ লুক টুইটারে রীতিমতো ট্রেন্ডিং। বাইকে সওয়ার হয়েও একটা ছবি রয়েছে তাঁর। তবে পরদায় সেরেনার অ্যাকশন দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে। সামনের বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘...জ্যান্ডার কেজ’।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন