বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৬:২০:২৮

চ্যালেঞ্জ হারলেন বলিউডের কিং শাহরুখ!

চ্যালেঞ্জ হারলেন বলিউডের কিং শাহরুখ!

বিনোদন ডেস্ক : বলিউডের কিং শাহরুখ খানকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ক্যান্ডি রুখ খান। আর শাহরুখ সেই চ্যালেঞ্জে হেরেও গেলেন! শুধু হারলেন না, গো হারান হারলেন। কার্যত চ্যালেঞ্জ শিকারই করলেন না।

বাদশা যে চ্যালেঞ্জ পেয়েছিলেন, তা নিতম্ব নাচে'র চ্যালঞ্জ! শরীর দুলিয়ে দুলিয়ে যে নাচ আফ্রিকান মহাদেশের মানুষ নাচেন, তাই হুবুহু করে দেখানোর চ্যালেঞ্জ জানান ক্যান্ডি রুখ খান। এক টুইটার পোস্টে এই চ্যালেঞ্জ জানিয়েছিলেন ক্যান্ডি রুখ।

এরপর পাল্টা টুইটে শাহরুখ জানান, ‘আমি তার মত নাচতে চাই। এই তালে আমার মনও নাচবে। কিন্তু আমার নিতম্ব এতোটা নমনীয় নয়’।  
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে