শনিবার, ২৮ মে, ২০১৬, ০৫:৫৪:১৫

বিরাটের প্রেমে পুণম পাণ্ডে, কি হবে এবার আনুশকার?

বিরাটের প্রেমে পুণম পাণ্ডে, কি হবে এবার আনুশকার?

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলে এখনও অন্যতম খেলোয়ার বিরাট কোহলি। তার ধাবাহিক পারফরম্যান্সের কারণে গোটা বিশ্বই যেন দার দিকে নজর দিয়ে বসে আছেন। তবে মজার ব্যাপার হলো, সুন্দরী রমণিদের হৃদয়ে ঝড় নাকি কোহলি!

বিরাট কোহলির সাথে নাকি সব সুন্দরীরাই প্রেম প্রণয়ঘটিত সম্পর্কে জড়াতে চান। তাহলে কি এমন কারিশমা দেখালেন তিনি? যেখানে আনুশকাকে কুপকাৎ করতে পারছেন না তিনি, সেখানে এত সংখ্যক নারী তার জন্য উদগ্রীব!

এদিকে, বিরাট কোহলির প্রেমে মজেছেন কত নায়িকা, তার কোন ইয়ত্তা নেই। তবে আনুশকার সঙ্গে তার সম্পর্কের শেষটা কি? তা নাকি কেউ জানেন না। কেউই সেই বিষয়ে মুখ খোলেন না।

তবে বড় খবর হচ্ছে, এ বার নাকি বিরাটের প্রেমে মজেছেন পুণম পাণ্ডে। টি টেয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই বিরাট প্রেমে মজেছেন পুণম। বিরাটের জন্য মা স্টাইলে বিভিন্ন ছবি পোস্ট করতেন টুইটারে। কথা দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতলে কোহলি অ্যান্ড কোংয়ের জন্য রয়েছে অনেক উপহার। ভারত অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই পুণমের ভালবাসা দেখতে পাননি কোহলিরা।

এখন চলছে আইপিএল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। বিরাট কোহলি ফাইনালে ঝড় তুলবেন এমনটাই আশা করছেন ক্রিকেটভক্তরা। পুণম পাণ্ডে কিন্তু বিরাটের প্রেমে পড়ছেন। খুল্লমখুল্লা সেই প্রেমের কথা বলছেনও এই বিতর্কিত নায়িকা। মেয়ের কাণ্ড দেখুন! সাহসও আছে বলতে হবে। রিপোর্টারদের সামনে পুণম জানিয়ে দিলেন, তাঁর হৃদয় জুড়ে শুধু একজনই। তিনি বিরাট কোহলি। এখন প্রশ্ন হচ্ছে, অনুশকা এ ব্যাপারটা কিভাবে নিবেন?
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে