রবিবার, ২৯ মে, ২০১৬, ০৬:২৮:৫৪

কুমারী মা হতে চান আলোচিত সেই প্রভা!

কুমারী মা হতে চান আলোচিত সেই প্রভা!

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মা হতে চান। কিন্তু এর জন্য মাতৃত্বকালীন কোনো ব্যাথা তিনি সইতে রাজী নন। এবিষয়ে আজ প্রভা তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছের। আর সেই স্যাটাসে তিনি মা হওয়ার ইচ্ছে পোষণ করেন।

সেই স্যাটাসে প্রভা ১০ জন বলিউড তারকা অভিনেত্রীর বিয়ের আগের গর্ভবতী হওয়ার খবরের একটি লিংক শেয়ার করে লিখেছেন, "I want a Baby too.....but don't want any pain anymore' যার অর্থ ‘আমিও মা হতে চাই... কিন্তু কোনো ভাবেই কোনো ব্যথা পেতে চাই না।’

প্রভার এই স্ট্যাটাসটি বলিউডের ১০ তারকাকে নিয়ে যারা বিয়ের আগেই গর্ভবতী হওয়ার ঘটনার সংবাদে এসেছেন। আর এমন একটি লিঙ্ক শেয়ার করে প্রভা কি বুঝাতে চেয়েছেন এই নিয়েই মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। গুঞ্জন ভেসে আসছে, তবে কি প্রভা কুমারী মা হতে চান?

অভিনেতা অপূর্ব ও প্রভা দুজনে ভালোবেসে বিয়ে করেছেন একথা সবারই জানা রয়েছে। কিন্তু প্রভা বিয়ের আগে রাজিব নামের তার এক ছেলে বন্ধুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তাদের সেই সম্পর্কের শেষ পরিণতি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর তা নিয়ে দুর্ণাম রটে যায়।

তখন মাত্র অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের কিছুদিন পার হয়েছে। আর তখনই রাজিব নামের সেই ছেলেটির সাথে প্রভার কিছু ব্যক্তিগত সেই ভিডিও চিত্রগুলো ফাঁস হয়ে যায়। তখনই ভাঙন ধরে অপূর্ব-প্রভার সংসারে। মিডিয়ায় জানা জানি হওয়ার পরই অপূর্ব ডিভোর্স দেন প্রভাবে।

তবে বিচ্ছেদের কিছুদন পরই অপূর্ব নতুন সংসার গড়েন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এর কিছুদিন পর মাহমুদ শান্ত নামের একজনকে বিয়ে করেন প্রভা। প্রভার সেই সংসারও টেকেনি। বিচ্ছেদ হয়েছে তাদের। শোনা যায় প্রভা এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন।
২৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে