শনিবার, ১১ জুন, ২০১৬, ১০:৩০:২৮

একের পর এক প্রেমে ধাক্কা, মন ভেঙে যা করছেন রণবীর কাপুর!

একের পর এক প্রেমে ধাক্কা, মন ভেঙে যা করছেন রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ। তার জীবনে সুন্দরী নায়িকার অভাব কোনোদিনই হয়নি। কিন্তু পর্দার জীবন যে বাস্তব জীবনে সর্বদা নেমে আসে না, সেটা বুঝেছেন রণবীর।

কাপুর খানদানের উত্তরাধিকার তিনি। সুদর্শন, ক্যারিয়ার গ্রাফও ঊর্ধ্বমুখী। বলিউডে পা রাখার পর থেকে সবসময়ে ব্যতিক্রমী ছবি করার উপরে জোর দিয়ে এসেছেন রণবীর। চলতি হিন্দি ছবির হাওয়ায় নিজের ক্যারিয়ার ভাসিয়ে দেননি। ছবি সবসময়ে বাণিজ্যিক সাফল্য পেয়েছে, তা নয়। কিন্তু ব্যতিক্রমী চরিত্রে নজর কেড়েছেন রণবীর। প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের।

ক্যারিয়ার এমন হলেও, তার ব্যক্তিগত জীবন কিন্তু বেশ নাটকিয়। একের পর এক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এর মধ্যে দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক যে প্রেমে গড়িয়েছিল, তা সকলেই জানা রয়েছে। কিন্তু দু’টি প্রেমের কোনোটিই তার জীবনে স্থায়ী হয়নি। এমনকি প্রথম ছবির নায়িকা সোনম কাপুরের সঙ্গেও তার সম্পর্ক বেশ গভীর ছিল বলে শোনা যায়।

এভাবে পরপর ধাক্কা খেলে, প্রেমের উপরে কারই বা আর আস্থা থাকে? এই সবের উপরে বলিউডি গুঞ্জন, যা তার সঙ্গে কঙ্গনা রানাউতের নাম জড়িয়ে দিয়েছিল সম্প্রতি। বলা হয়েছিল, দু’জনের ব্রেক আপই প্রায় একসঙ্গে হয়েছে। ক্যাটরিনা ছেড়েছেন রণবীরকে। হৃতিক-কঙ্গনার সম্পর্ক কবে শুরু আর কবে শেষ, বলা কঠিন। এই সব গুঞ্জনে রীতিমতো খাপ্পা হন রণবীর।

শোনা যাচ্ছে, এই সবের পরে তিনি একপ্রকার প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আর কোনো নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াবেন না। কোনো অবস্থাতেই আর কোনো নায়িকাকে তার জীবনে প্রবেশ করতে দেবেন না।

কিন্তু তাতেও কি রেহাই মিলছে? বলিউডে নয়া গুঞ্জন, দিল্লির এক মডেলের প্রেমে মজেছেন রণবীর। আর এই প্রতিজ্ঞা সেই সম্পর্কেরই সিলমোহর।
১১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে