শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৬:০৫

আল্লাহর পরীক্ষা যে মানুষের জন্য বড়ই নির্মম : হ্যাপী

আল্লাহর পরীক্ষা যে মানুষের জন্য বড়ই নির্মম : হ্যাপী

বিনোদন ডেস্ক : এইতো সেদিন ! অথচ, কতগুলো দিন! ধৈর্যের সীমা অনেক আগেই অতিক্রম করেছি। এখনো ধৈর্য ধরেই আছি। নেই ! আমার ক্ষেত্রে এর কোনো শেষ নেই! বিধাতা আমার কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েই চলছে !

ধৈর্য ধরতে না পারলে এতদিনে খুন করে জেলে থাকতাম অথবা আত্মহত্যা করে জাহান্নামের আগুনে পুড়তাম। কিন্তু আল্লাহ আমাকে এতই ভালবাসেন যে আমাকে জোর করে পাশ করিয়ে দিচ্ছেন, ফেল করার কোনো সুযোগই রাখেন নি।

আল্লাহর পরীক্ষা যে মানুষের জন্য বড়ই নির্মম হয়, তবে এই পরীক্ষা যত বেশি নির্মম হয় তার ফলাফল হিসাবে ঐ কষ্টের চেয়ে অনেক বেশি সুখ আর উত্তম পুরষ্কার আল্লাহ তায়ালা তুলে রাখেন আখিরাতের জন্য।

দুনিয়াতে সুখের দরকার নেই। আমার তো ঐ সুখ দরকার যে সুখের চাবি আমি মৃত্যুকালে সঙ্গে করে নিয়ে যাব, জান্নাতের দরজা খোলার জন্য। ইনাশাল্লাহ!

আর আমার সাথে যে বা যারা প্রতারণা, অবিচার, বিশ্বাঘাতকতা, মিথ্যা অপবাদ দিয়েছে ও অপমান করেছে তাকে বা তাদেরকে আরও সুযোগ করে দাও সেগুলো করার জন্য, ও দুনিয়াতে আরও সম্মানিত কর। এবং তুমি সেটাই করো। তুমি অবশ্যই ন্যায় বিচারক। সুবাহানাল্লাহ! হ্যাপীর ফেসবুক স্ট্যাটাস
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে