রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৪:৩৬

ভারতের ‘ধাম্মু’ ছবির নকল ‘রাজাবাবু’!

ভারতের ‘ধাম্মু’ ছবির নকল ‘রাজাবাবু’!

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা নকল হওয়াটাই স্বাভাবিক যেন। আর নকল না হওয়াটাই অস্বাভাবিক! ভারতের ছবিগুলোকে অহরহ নকল করেই চলেছে এ দেশীয় নির্মাতারা! তার মানে কি এই দেশের নির্মাতারা মেধাশূন্য?

না। বাংলাদেশের নির্মাতারা মেধাশূন্য না। তারপরও তারা নকল করে চলেছেন অহরহ। এটা হচ্ছে অনেকটা অলস মস্তিস্কের বহিঃপ্রকাশ। আর নতুনদের গল্প, চিত্রনাট্য এবং নির্মাণে টেনে না নেয়ার কারণ।

এছাড়া শৈল্পিক গুণাবলিহীন কিছু মানুষের কাছে চলচ্চিত্র জিম্মি হয়ে থাকাটাও এর একটি বড় কারণ। যার কারণে নিয়মিতই নকলের অভিযোগে অভিযুক্ত হচ্ছে বাংলা সিনেমা।

এবারের ঈদুল আযহায় মুক্তি পেয়েছে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’। শাকিব খান, অপু বিশ্বাস, ববি হক অভিনয় করেছেন এতে। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের একমাত্র ছবি হিসেবে এটি টেবিল কালেকশনও পেয়েছে প্রচুর।

এদিকে বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটি তেলেগু ‘ধাম্মু’ ছবির নকল। বয়াপতি শ্রিনু পরিচালিত ‘ধাম্মু’ ছবিতে অভিনয় করেছেন এনটিআর, ত্রিশা ক্রিশনান, কার্থিকা নায়ারসহ আরও অনেকে।

‘রাজাবাবু’ তেলেগু ‘ধাম্মু’ ছবির শুধু নকলই নয়, ছবিটির কিছু কিছু দৃশ্য হুবহু নেওয়া হয়েছে।

বিশেষ করে ‘রাজাবাবু’ ছবিতে শাকিব খানের পর্দায় আসার ঠিক আগ মুহূর্তের একটি দৃশ্যে গাড়ি ফাইটিং এর দৃশ্যটির শট ‘ধাম্মু’ ছবি থেকে কেটে এনে বসানো হয়েছে। ছবির মাঝামাঝিতে ওমর সানীর মৃত্যুদৃশ্যের আগে ডোবা-নালায়-গাছের উপরের ঝুলন্ত লাশগুলোর শটটিও ধাম্মু ছবি থেকে কেটে এনে বসানো হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির বেশ সমালোচনাও হচ্ছে।অনেকেই প্রশ্ন তুলেছেন ছবিটির বাজে নির্মাণ নিয়েও।
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে