বিনোদন ডেস্ক : চমকে যাওয়ার মত খবর। পপসম্রাট মাইকেল জ্যাকসন নাকি এই সুন্দরীকে বিয়ে করতে চেয়েছিলেন।
হ্যারি পটারখ্যাত মার্কিন অভিনেত্রী এমা ওয়াটসনকে বিয়ে করার খবর পপস্টারের ব্যক্তিগত চিকিৎসক করনাড মারে ফাঁস করলেন।
এমনিতেই মাইকেল জ্যাকসনের বর্ণিল জীবন কখনই মসৃণ ছিল না। কারণে-অকারণে বিভিন্ন কাণ্ড ঘটিয়ে বারবার আলোচিত ও সমালোচিত হয়েছেন। মৃত্যুর পরও লোকমুখে তার জীবনের বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা চাউর হয়েছে।
এবার তারই ব্যক্তিগত চিকিৎসক ফাঁস করলেন নতুন এই তথ্য। এমা ওয়াটসনের প্রতি নাকি পপ সম্রাটের বেশ দুর্বলতা ছিল। এমার বয়স যখন মাত্র পাঁচ বছর, তখন থেকেই মাইকেল তাকে ভালোবাসতেন।
১১ বছর বয়সে নাকি তাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল! ‘দিস ইজ ইট’ শিরোনামের একটি বইতে ঠিক এমনটাই লিখেছেন ডাক্তার মারে।
মাইকেলের এ ডাক্তার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যবসায়িক চিন্তা থেকে তিনি এ বইটি লিখেননি। মাইকেল জ্যাকসনই নাকি তাকে বইটি লিখতে উৎসাহ দিয়েছেন।
বইটিতে এমন কিছু তথ্য আছে, যা সত্যিকার অর্থেই পপ সম্রাটের জন্য বিব্রতকর। যদিও তিনি সেটা আর কখনই উপলদ্ধি করতে পারবেন না। জ্যাকসন নাকি চাইতেন, তার জীবনের এমন অজানা মুহূর্তগুলো সম্পর্কে বিশ্ববাসী জানুক।
মাইকেল জ্যাকসন অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান। সে সময় তার ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্বে ছিলেন ডাক্তার মারে।
দায়িত্বে অবহেলার অভিযোগে এ চিকিৎসককে চার বছরের সাজা দেন মার্কিন আদালত। বর্তমানেও কারাভোগ করছেন মারে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম