রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১০:০২:২৭

লুলিয়ার জন্মদিনে সালমানের স্পেশাল সারপ্রাইজ!

লুলিয়ার জন্মদিনে সালমানের স্পেশাল সারপ্রাইজ!

বিনোদন ডেস্ক : রোমানিয়ার মডেল, অভিনেত্রী লুলিয়ার জন্মদিন। আর সেখানে স্পেশাল কিছুই করবেন না সালমান খান, এটা কখনো হতেই পারে না। প্রকাশ্যে লুলিয়ার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও, অনেকবারই একসঙ্গে পার্টি করতে দেখা গেছে তাদের। কানাঘুষায় শোনা যাচ্ছে, বান্ধবীর জন্মদিনের জন্য নাকি স্পেশাল বার্থ ডে পার্টির আয়োজন করেছেন বলিউডের এই ব্যাচেলর খান।

স্পেশাল পার্টি হলেও, বন্ধ দরজার মধ্যেই অনুষ্ঠিত হবে বার্থ ডে পার্টি। সূত্র থেকে জানা গেছে, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের লোকজন বাদে কাউকেই নিমন্ত্রণ করা হবে না পার্টিতে। এমনকী পার্টির কোনো কথা যাতে বাইরে প্রকাশ না হয় তার দিকেও কড়া নজর রেখেছেন সালমান নিজে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, ১৮ নভেম্বর নাকি বিয়ে করবেন সালমান খান। বিয়ের জন্য বাড়ি থেকেও নাকি চাপ দেয়া হচ্ছে তাকে। তবে ১৮ নভেম্বর করলেও কোন বছর করবেন সে বিষয়ে সঠিক করে কিছুই জানাননি তিনি। সম্ভবত এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান। তবে সেই পাত্রী লুলিয়া কি না সেই বিষয়ও মুখ খোলেননি কেউই।
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে