সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৪:৪৯:৫৫

‘সবচেয়ে দামী বাক্য: লা-ইলাহা ইলল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)’

‘সবচেয়ে দামী বাক্য: লা-ইলাহা ইলল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)’

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে সবাই বহু প্রতিভার মানুষ হিসেবেই চেনেন। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, খলনায়ক সবই ছিলেন তিনি। সিনেমার পর রাজনীতির মাঠও গরম করেন তিনি।

মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, পৃথিবীর সবচেয়ে দামী এবং সর্বশ্রেষ্ঠ বাক্য হলোঃ লা-ইলাহা ইলল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)। ডিপজলের দেয়া স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

‘পৃথিবীর সবচেয়ে দামী এবং সর্বশ্রেষ্ঠ বাক্য হলোঃ
ﻵ ﺍِﻟَﻪَ ﺍِﻟّﺎ ﺍﻟﻠّﻪُ ﻣُﺤَﻤَّﺪٌ ﺭَﺳُﻮُ ﺍﻟﻠّﻪِ লা-ইলাহা ইলল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)
একমত হলে লাইক দিন।’

ডিপজলের এই ছোট্ট স্ট্যাটাসে সাড়া দিয়ে ভক্তরা তাকে অজস্র ধারায় ধন্যবাদ দিচ্ছেন।
২৫ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে