ব্রাহ্মণবাড়িয়া : বখাটের উৎপাতে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী সালমান শাহ’র বোন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ডালিয়ার (১২) আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ভাই সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
নিহত ডালিয়া উপজেলার ভলাকুট গ্রামের খেলু মিয়ার মেয়ে ও ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ডালিয়ার বড় ভাই সালমান শাহ জানান, ডালিয়াকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের চৌকিদার পাড়ার প্রভাবশালী সমুজ মিয়ার ছেলে আবদুল হামেদ উত্ত্যক্ত করতো।
তিনি জানান, এ ব্যাপারের হামেদের বাবা-মাসহ সমাজের লোকদের বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেননি। আইনের আশ্রয় নিতে চাইলে হামেদের পরিবার তাদের নানাভাবে ভয়ভীতি দেখাতো।
দুবার ডালিয়াকে রাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে হামেদ বলেও অভিযোগ করেন তিনি।
সালমান শাহ জানান, বোনকে ইভটিজিংয়ের হাত থেকে বাঁচাতে গত কোরবানির ঈদের ১৫ দিন আগে ঢাকায় নিয়ে যান। ঈদ শেষে বাড়িতে আসার পর আবারো ফোনে ডালিয়াকে অশ্লিল কথাবার্তা ও হুমকি-ধামকি দিতে থাকে।
গত রোববার দিনের বেলায় ফোন করে আমার মা ও ডালিয়াকে গালিগালাজ ও হুমকি দেয় হামেদ। বিকেল ৫টার পর ঘর খালি পেয়ে ডালিয়া মান বাঁচাতে গলায় ফাঁস লাগায়।
খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, ডালিয়া ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম