ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্থদের সান্ত্বনা দেওয়ার জন্য হলেও মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হককে মন্ত্রীত্ব ত্যাগ করা উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রবিবার বিকেলে নাসিরনগরের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বঙ্গবীর বলেন, ‘আমরা যতই সম্মান অর্জন করি না কেন নাসিরনগরের ঘটনা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের সেই সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। থানার এতো সামনে এমন ঘটনা ঘটায় আমি খুবই মর্মাহত।’
এ সময় মন্ত্রী ছায়েদুল হককে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তার সরে যাওয়া উচিত। তিনি অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন কুসন্তানদের যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে ভালো পিতার সরে যাওয়া উচিত। সেটা তার জন্যও মঙ্গলজনক হবে। যদি তা না হয় তাহলে মনে করবো সন্তানদের সঙ্গে তার যোগসাজস আছে।’
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি