ব্রাহ্মণবাড়িয়া : ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাসকে আইনি সহায়তা করবেন জেলার ছয় আইনজীবী। ইতোমধ্যে ওই ছয় আইনজীবী রসরাজের উকালতনামায় স্বাক্ষর করেছেন। তবে রসরাজ রিমান্ডে থাকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি।
এর আগে ৬ নভেম্বর রসরাজকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
সোমবার ওই ছয় আইনজীবীর মধ্যে একজন অ্যাডভোকেট মোহাম্মদ নাসির মিয়া আইনি সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর পাঁচ আইনজীবী হলেন, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, অ্যাডভোকেট লিটন দেব, অ্যাডভোকেট অসীম বর্ধন ও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী।
অ্যাডভোকেট মোহাম্মদ নাসির মিয়া আরও বলেন, ‘গ্রেফতারের পর থেকে রসরাজ আইনজীবীদের কাছ থেকে কোনও ধরণের আইনি সহায়তা পাচ্ছিল না বলে অভিযোগ উঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই আমার রসরাজের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।’
২৯ অক্টোরব শনিবার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রসরাজকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ সোমবার পর্যন্ত এ মামলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়। -বাংলা ট্রিবিউন।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম