মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৭:২২:২২

নাসিরনগরে তাণ্ডবকারীদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে তাণ্ডবকারীদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মনবাড়িয়া : যারা ধর্মের নামে নাসিরনগরে তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সব অপরাধীকে খুঁজে বের করা হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এমন সাম্প্রদায়িক তাণ্ডব চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিকাল ৩টায় ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে অন্যের বিশ্বাসের ওপর কোনোভাবেই আঘাত করা যাবে না। আগুন সন্ত্রাস, বিদেশি হত্যা, ধর্মগুরুদের হত্যা প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী নতুন করে সারাদেশে এসব ঘটনা ঘটাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে সংখ্যালঘু নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা সংখ্যালঘু। তাদের পরাজয় হচ্ছে। মানবতার জয় হচ্ছে।’

এ সময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে সৎ ও দক্ষ হিসেবে অবহিত করে বলেন, তার সততার ইতিহাস দীর্ঘদিনের।

এর আগে দুপুর সাড়ে ১২টায় নাসিরনগরে ক্ষতিগ্রস্ত কাশিপাড়া, দাসপাড়া, ঘোষপাড়া, গৌর মন্দিরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে