ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে উপজেলা সদরের জগন্নাথ মন্দিরসংলগ্ন ছোট্ট লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা পাঁচটি জাল পুড়ে যায়। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ফের আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বেড়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত ও সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার জানান, অন্যান্য দিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকার মানুষের পাহারা ছিল। ভোরের দিকে এলাকার মানুষ পাহারা শেষ করার পর পরই একটি ঘরে কে বা কারা আগুন দেয়। তবে ওই ঘরটিতে কেউ বসবাস করেন না।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। কিভাবে এ ঘটনা ঘটল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আগুনে ঘরে থাকা কয়েকটি জাল পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগর সদরের হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ৪ নভেম্বর ভোরে আগুনে একটি মন্দির ও পাঁচটি ঘর পুড়ে যায়। এরপর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। -কালের কণ্ঠ।
১৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম