ব্রাহ্মণবাড়িয়া থেকে : দীর্ঘ ২ মাস ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়ে মঙ্গলবার কারাগার থেকে বাড়ি ফিরেছে রসরাজ দাশ (২৭)। সোমবার আদালত তার জামিন দেয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয় রসরাজকে। মঙ্গলবার বেলা ১টার দিকে তিনি কারাগার থেকে বের হন।
তাকে নিতে কারাগেইটে উপস্থিত ছিলেন তার মামা ইন্দ্রজিৎ দাশ, বড় ভাই দয়াময় দাশ ও ভগ্নিপতি নেপাল চন্দ্র দাশ। কারামুক্তির পর রসরাজ দাস বলেন, কারামুক্ত হয়ে অনেক ভালো লাগছে। কতদিন ধরে মা-বাবাকে দেখি না। আজ (মঙ্গলবার) বাড়ি গিয়ে সবাইকে দেখবো, অনেক ভালো লাগছে।
ফেসবুকে ছবি পোস্টের ব্যাপারে তিনি বলেন, ছবির ব্যাপারে আমি কিছু জানি না। আমি এক সপ্তাহ ধরে বিলে ছিলাম। বিল থেকে ওঠে আসার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই ৫-৬ জন আমাকে মারধর করে ধরে নিয়ে যান। আামকে কোনো কিছু বলারও সুযোগ দেয়নি। কী অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে আমি কিছুই জানি না।
রসরাজ বলেন, সেই ছবিটি আমি এখনো দেখিনি। ছবিটি কে ফেসবুকে ছড়িয়েছে সেটিও আমি জানি না। ঘটনার মাস তিনেক আগে আমার চাচাতো ভাই হৃদয় ফেসবুক আইডিটি খুলে দিয়েছিল। আইডি খুলার পর আমি আর সেটি চালাইনি এবং পাসওয়ার্ড কী জিনিস সেটিও আমি জানি না। ঘরের মধ্যে মোবাইল রেখে আমি বিলে চলে যাই।
এর আগে সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো ইসমাঈল হোসেন পরবর্তীয় পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল না হওয়া পর্যন্ত রসরাজের জামিন মঞ্জুর করেন। তবে এদিন জামিন সংশ্লিষ্ট কাজগপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় ছাড়া পাননি তিনি। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জামিন সংশ্লিষ্ট কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।
১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস