ব্রাহ্মণবাড়িয়া থেকে : অভাবের তাড়নায় নিজের কোলের শিশুসন্তানকে বিক্রি করলেন দারিদ্রতার সাথে যুদ্ধ করে পরাজিত এক গর্ভধারিনী মা। এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।
শিশুসন্তান আশামনির মা বিলকিছ বেগম (২৫) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুর গ্রামের ওমর ফারুকের স্ত্রী এবং সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের দিল্লুর আলীর মেয়ে। এ ঘটনায় আখাউড়াজুড়ে তোলপাড় চলছে।
স্থানীয় সূত্র জানায়, মাত্র ৫০০টাকার বিনিময়ে স্থানীয় এক ব্যক্তি তার নিঃসন্তান আত্মীয়ের জন্য কিনে নেন দেড় বছর বয়সী শিশু আশামনিকে। তবে সন্তান বিক্রি করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন জন্মদাত্রী মা বিলকিছ।
গত ২০জানুয়ারি রাতে সাদা কাগজে সন্তানকে বিক্রি করে দেওয়ার আনুষ্ঠিকতা সারলেও সন্তান হস্তান্তরের পর থেকেই সন্তানের খোঁজে এবং সন্তানের মুখটি একনজর দেখার জন্য ক্রেতা রুহুল আমিনের বাড়িতে গিয়ে আর্তনাদ করে যাচ্ছেন বিলকিছ বেগম। কিন্তু রুহুল আমিন কিছুতেই তার আত্মীয়ের ঠিকানা দিচ্ছেন না তাকে।
সন্তানের জন্য দিশেহারা বিলকিছ বেগম বিলাপ করে বলেন, ‘আমার সন্তানকে একনজর না দেখলে আমি আত্মহত্যা করবো। আমি মরে যাবো। আমি সন্তানকে নিতে চাই না- একটি বার আমার যাদুর মুখটি দেখতে চাই।'
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, ওই নারী স্বেচ্ছায় তার শিশুসন্তান রুহুল আমিনের কাছে তুলে দেয়। এখন সন্তানের জন্য তিনি বিলাপ করলেও ওরা বাচ্চাটি দেখাতে অপারগতা প্রকাশ করছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, অভাবের তাড়নায় নাকি পারিবারিক সমস্যার কারণে সন্তান বিক্রি করেছে বিষয়টি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস