ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নকল সিল বানাতে গিয়ে পুলিশের হতে ধরা পড়লেন কথিত এক পীর। রবিবার বিকেলে শহরের কোর্ট রোড এলাকার শুভেচ্ছা কম্পিউটার অ্যান্ড রাবার স্ট্যাম্প নামক প্রতিষ্ঠান থেকে ওই পীরকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ জানান, ‘দুপুরে শুভেচ্ছা কম্পিউটার অ্যান্ড রাবার স্ট্যাম্প নামক প্রতিষ্ঠানে আসেন সদর উপজেলার চাপুর দরবার শরীফের কথিত পীর আব্দুল মবিন চাপুইরী। এ সময় তিনি মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সিল বানানোর অর্ডার দেন। পরে প্রতিষ্ঠানের মালিকের বিষয়টি সন্দেহ হলে তিনি আমাকে ফোনে বিষয়টি জানান। আমি অন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে কথিত পীর আব্দুব মবিন চাপুইরীর কাছে কারণ জানতে চাই। সঠিক কারণ বলতে না পারায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই হয়তে তিনি মন্ত্রীর নকল সিল করে কাউকে মুক্তিযোদ্ধা বানানোর অচেষ্টা করছিলেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।’ -বাংলা ট্রিবিউন।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম