রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৫১:৪০

টেকনাফের উদ্দেশ্যে হেফাজতের লংমার্চ ঘোষণা

টেকনাফের উদ্দেশ্যে হেফাজতের লংমার্চ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া থেকে : রাখাইনে চলমান নির্যাতন বন্ধ ও  রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে টেকনাফের উদ্দেশ্যে লংমার্চের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। ১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা মিছিল ও সমাবেশ কর্মসূচি শেষে এই ঘোষণা দেয়।

বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাউতলির সৌধ হিরন্ময় চত্বরে গিয়ে সমাবেশ করে তারা।

কয়েক হাজার মাদ্রাসা ছাত্র ও শিক্ষকের অংশগ্রহণে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রোহিঙ্গাদের গণহত্যা ও তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা করেন বক্তারা। সমাবেশে আগামী বৃহস্পতিবার সিলেট থেকে টেকনাফের উদ্দেশ্যে লংমার্চ যাত্রা করবে বলে ঘোষণা দিয়েছেন হেফাজত নেতারা।

এদিকে, গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন কয়েকটি ইসলামী দল। শুক্রবার জুমার নামাজ শেষে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারো জনতার প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ। এসময় অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ জনতা।

জুমার নামাজ শেষে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করতে হবে। ফেরাউনের সময় শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। অারাকানে সুচিকে ডুবিয়ে মারা হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে