শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ১১:৩৬:৩৯

ফোন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে প্রবাসীর লাফ, কাটা পড়ে দুই পা

ফোন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে প্রবাসীর লাফ, কাটা পড়ে দুই পা

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনের জন্য চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে সেলিম মালদার (৪০) নামে এক প্রবাসীর দুই পা কাটা পড়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সেলিম জেলার আখাউড়া উপজেলার মালদারপাড়া মহল্লার রুহুল আমিন মালদারের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। ছিনতাইকারীর কাছ থেকে নিজের মেবাইল ফোন উদ্ধার করতে শ্যালক সিফাতকে নিয়ে আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের 'ঞ' বগি থেকে লাফিয়ে পড়েন সেলিম।

ঘটনার প্রত্যক্ষদর্শী 'ঞ' বগির যাত্রী তানভীর জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই এক ছিনতাইকারী সেলিমের হাত থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এসময় ফোনটি উদ্ধারের জন্য সেলিম ও তার শ্যালক সিফাতও ট্রেন থেকে লাফ দেন। এ ঘটনায় সেলিমের দুই পা কাটা পড়েছে। এছাড়া সিফাত কিছুটা আঘাত পেয়েছেন।

আহত সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার মুঠোফোনে জানান, সেলিম সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তার স্ত্রী-সন্তান নরসিংদীর পলাশে থাকেন। শুক্রবার বাবার চেহলামে স্ত্রী-সন্তান, শ্যালক ও শ্বশুরকে নিয়ে আখাউড়া আসেন।

তিনি আরও জানান, শনিবার সকালে সেলিম সবাইকে নিয়ে ট্রেনে করে নরসিংদীর পলাশে তাদের বাড়ি ফিরছিলেন। সেখান থেকেই আগামী ১০ জানুয়ারি সৌদি আরব ফেরার কথা রয়েছে তার।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এহত সেলিমকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে