শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১১:২২

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে আগুন নিয়ন্ত্রণে, বন্ধ ৬ ইউনিট

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে আগুন নিয়ন্ত্রণে, বন্ধ ৬ ইউনিট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে শুক্রবার রাত ৮টার দিকে ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়।  এতে বৃহৎ দুটি ইউনিটসহ ছয়টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট ও পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় প্রায় ৫৩০ মেগাওয়াট।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে লোডশেডিং ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে।  

সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে ৫নং ইউনিটের ট্রান্সফরমারে (সিটি) আগুন ধরে যায়।  এতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ ও ৫ এবং এ ইউনিটের সাবস্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কুইক রেন্টালের চারটি ইউনিটসহ ছয়টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।

বন্ধ বেসরকারি কুইক রেন্টাল ইউনিটগুলো হলো- ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো, ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন এনার্জি লিমিটেড, ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট ইউনিট।

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ত্রুটি মেরামত করে ৩নং ইউনিটটি চালু করা হয়েছে।  বাকি ইউনিটগুলো চালু করার প্রক্রিয়া চলছে। তবে ৫নং ইউনিটটি উৎপাদনে ফিরে আসতে দুইদিন লাগতে পারে বলে জানান তিনি।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে