বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ০৫:২৭:২৪

‘ইসি প্রত্যাশা করে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক’

‘ইসি প্রত্যাশা করে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক’

ব্রাহ্মণবাড়িয়া : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রত্যাশা করে খালেদা জিয়া সব আইনি বাধা দূর করে নির্বাচনে অংশগ্রহণ করুক। ইতিপূর্বে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে, প্রতিটি নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। এ ব্যাপারে নতুন করে কোনও উদ্যোগ নেওয়া হবে না।’

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক দল এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এ নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। আমরা আশাকরি নাসিরনগরের নির্বাচনও তেমন হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিজিবি কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল জোবায়ের হাসনাৎ, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, নাসিরনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে