প্রেমিকার বিয়ের প্রস্তাবে প্রেমিকের কাণ্ড!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিয়ের চাপ দেয়ায় প্রেমিকের এ কেমন কাণ্ড! মেহেদী নামে ওই যুবক প্রেমিকার শরীরে আগুন দিয়ে ঝলসে দিয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে।
উপজেলার চরচারতলার গ্রামের বাকি মিয়ার ছেলে মেহেদী হাসানের (২২) সঙ্গে একই গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য চাপ দিলে মেহেদী কেরোসিন ভর্তি একটি বোতল নিয়ে মঙ্গলবার ওই তরুণীর বাড়িতে যান।
এসময় ওই তরুণী কাজ করছিলেন। কিছু বুঝে উঠার আগেই মেহেদী তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আজহারুর রহমান বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�