নাসিরনগরে ধান বোঝাই ট্রাকচাপায় নিহত ১ আহত ৩
এস.এম.বদিউল আশরাফ, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা সুরাইয়া বেগম(৩২) নামে এক নারীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩ জন গুরতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সরাইল নাসিরনগর লাখাই মহাসড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা সি,অ্যান্ডা বি পাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নাসিরনগরের ফান্দাউক থেকে ধান বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট ১১-২৭০২) ওই সড়কে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ফরিদ খন্দকারের বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা ফরিদ খন্দকারের মেয়ে সুরাইয়া বেগম(৩২) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো ৩ জন।
এ ব্যাপারে নাসিরনগর থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল কাদের জানান এলাকাবাসি ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�