মুক্তিযোদ্ধা কমান্ডার সুনিল দত্তের পরলোক গমন
এস.এম.বদিউল আশরাফ, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনিল দত্ত শুক্রবার বিকাল ৫ টায় তার নিজ বাড়িতে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে,১ মেয়ে সহ অসংখ আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। শনিবারসকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাআব্দুল কাদের উপস্থিতেতাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল,সাংবাদিক,সুশিল সমাজ ও সমাজের সর্বস্তরের জনসাধারণ। পরে নাসিরনগর সদর শ্মশানে সুনীল দত্তের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস