ব্রাহ্মণবাড়িয়া থেকে : গাছ লাগিয়ে বিয়ে উদযাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক দম্পতি। ব্যতিক্রমী এ উদ্যোগ বেশ প্রশংসা পেয়েছে। গত শুক্রবার ওই বিয়ে হলেও রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা হলে বিষয়টি জানাজানি হয়।
বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিয়ে করা দম্পতি হলেন আখাউড়া পৌর এলাকার রেলওয়ে পশ্চিম কলোনীর রূপনগরের মো. জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. ফয়সাল ভূঁইয়া। কনে উপজেলার নারায়ণপুরের রতন মিয়ার মেয়ে পারুল আক্তার। বিয়ে শেষে বরের বাড়িতে এসে ওই দম্পতি নিজের হাতে গাছের চারা রোপণ করেন ও এতে পানি ঢালেন।
বর ফয়সাল ভূঁইয়া বলেন, ‘অনেক আগে থেকেই বিয়ের দিন গাছ লাগানোর পরিকল্পনা করি। শুক্রবার বিকেলে কনের বাড়ি থেকে এসে আমার বাড়িতে একটি নারিকেল ও একটি সুপাড়ি গাছের চারা রোপণ করি। পরিবেশের কথা চিন্তা করে যদি প্রত্যেকে এ কাজটা করেন তাহলে অনেক ভালো হয়। এ ছাড়া বিয়ের স্মৃতি হিসেবে এ গাছগুলো থাকবে।’
কথা হয় বরযাত্রী হিসেবে যাওয়ার ফয়সালের প্রতিবেশি মো. মন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বিয়ের দিনে এমন সুন্দর উদ্যোগের কথা আমি আগে কখনো শুনিনি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ উদ্যোগে আমি খুব খুশি।’
বর ফয়সালের ফেসবুক পোস্টে রাসেল হায়দার রেজা নামে একজন লিখেছেন, ‘গাছই হোক আগামী দিনের সম্পদ, এই কামনা।’ সাজ্জাদ হোসেন নামে একজন লিখেছেন, ‘অসাধারণ উদ্যোগ, হাজার বছর বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা।’
মো. পলাশ লিখেছেন, ‘গাছের চারা রোপণ করে নতুন জীবন শুরু করার জন্য দোয়া ও শুভকামনা।’ লোকমান হোসেন লিখেছেন, ‘সবার এ কাজটা করা দরকার।’