মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ১২:১১:১৫

অবশেষে পরিচয় পাওয়া গেছে শিশুটির, নাম নাইমা, তার মার খোঁজ মিলছে না

অবশেষে পরিচয় পাওয়া গেছে শিশুটির, নাম নাইমা, তার মার খোঁজ মিলছে না

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সং’ঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নি’হত হওয়ার তথ্য জানা গেছে; যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধা’র করা আহত লোকজনদের মধ্যে একটি কন্যা শিশুকেও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত শিশুটি নিজের নাম বলতে পারছিল না। তবে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধা’ন পাওয়া গেছে। শিশুটির নাম নাইমা। চাচার নাম মানিক।

মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দু’র্ঘটনার শি'কার হয় তাদের ট্রেন।

মানিক জানান, নাইমার বাবা মাইনুদ্দিনও দু’র্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাইমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।-যমুনা নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে