বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫:০৫

'আমার বাপ হোক বা এমপি মহোদয়, চা ছাড়া অন্য কোনো বিলে সই নয়'

'আমার বাপ হোক বা এমপি মহোদয়, চা ছাড়া অন্য কোনো বিলে সই নয়'

ব্রাহ্মণবাড়িয়া থেকে : 'আজ থেকে শুধু চায়ের বিল ছাড়া অন্য কোনো বিল আমার কাছে উপস্থাপন করবেন না। সেটা আমার বাপ হোক কিংবা এমপি মহোদয় হোক। এখন থেকে চায়ের বিল ছাড়া অন্য কোনো বিলে আমি সই করবে না। আমি আসলে আপেল খাওয়াবেন, আর অন্য কেউ আসলে শুধু চা খাওয়াবেন, সেটি হবে না। আজ থেকে সব বন্ধ।'

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সমন্বয়সভায় দায়িত্ব বুঝে নেওয়ার সময় অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তার এ বক্তব্য এখন ফেসবুকসহ বিভিন্ন মহলে আলোচিত।

বুধবার স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের বিদায়ী সভাপতি মো. মুছা মিয়ার সভাপতিত্বে ওই সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শামসুল হক, আওয়ামী লীগ নেতা  ডা. আবু জাফর জামাল, মো. অলিউর রহমান ভুঁইয়া প্রমুখ।

সভা শেষে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, কোনো কোনো বিদ্যালয়ের মাসিক আপ্যায়ন খরচ প্রায় অর্ধলক্ষ টাকা দেখানো হয়। তাই আপ্যায়ন খরচ কমাতে আমি দায়িত্ব নিয়ে প্রথম সভাতেই আমি আমার ম্যাসেজটুকু সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। এ ছাড়া, এখন থেকে প্রধান শিক্ষক সর্বোচ্চ ১০ হাজার টাকার বেশি বিদ্যালয়ের ফান্ডের টাকা নিজের কাছে কখনও রাখতে পারবেন না।

এদিকে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন, এমন বক্ত্যব্যকে আমিও স্বাগত জানাই। আমরা চাই এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন একটি কালচার চালু হোক। তবে বক্তব্যের ভাষা ও শব্দ চয়নে কেউ যেন হার্ট না হয়, সেদিকেও আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে