নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে আগু'ন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির পাওয়ার কার সম্পূর্ণ ভ'ষ্মীভূ'ত হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘ'টনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজন আগু'ন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন সূত্রে জানা যায, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে যাবার সময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেনের আউটার প্রবেশ করার পর পাওয়ার কারের নিচে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগু'ন ছ'ড়িয়ে পড়ে। এসময় ট্রেনটি স্টেশনে প্রবেশ করলে যাত্রীরা নেমে পড়ে। পাওয়ারকারটি ট্রেনটি মাঝামাঝিতে ছিল। সকাল সাড়ে ৯টার দিকে আগু'ন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে অবস্থান করছিল।