বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:০৮:২৩

কসবায় মাটি ফেটে তী'ব্র গতিতে গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়: আত'ঙ্কে এলাকাবাসী

কসবায় মাটি ফেটে তী'ব্র গতিতে গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়: আত'ঙ্কে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি স্কুলে নলকূপ স্থাপনকালে মাটি ফেটে সেখান থেকে তী'ব্র গতিতে গ্যাস বের হচ্ছে। নিয়ন্ত্র'ণহী'ন এই গ্যাসের চাপে আত'ঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। গ্যাসের গন্ধে পুরো এলাকায় এক ভী'তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মনে আত'ঙ্ক স্বত্বেও বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিদ্যানগর এলাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে বিষয়টি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। দূর থেকে দাঁড়িয়ে এক নজর দেখতে উপস্থিত হন নানা বয়সী মানুষ।

সংবাদ সুত্রে জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পানি ও বালিতে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরে গেছে। গ্যাসের গন্ধে পুরো এলাকায় এক ভী'তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। শত শত মানুষ বিদ্যালয়ের দেয়ালের চারপাশে ঘিরে আছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভুইয়া জানান, নলকূপ স্থাপনকালে হঠাৎ প্রায় ১২০ ফুট পর্যন্ত পানি, বালি ও গ্যাস উপরে উঠতে থাকলে এক ভী'তিকর পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনের নির্দে'শে তাৎক্ষণিক অনি'র্দিষ্টকালের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে গ্রামে কেউ যাতে চুলায় আ'গুন না ধরান সে বিষয়ে মাইকে প্রচার করে সাব'ধান করে দিয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে