নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে গতকাল সন্ধ্যায় ওই শিশুকে ধান ক্ষেতে নিয়ে ধ'র্ষ'ণের পর র'ক্তা'ক্ত অব'স্থায় ফে'লে যায় ধ'র্ষ'ক। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় তারা সেখানেই বসবাস করেন।
এই ঘ'টনা পর অভি'যু'ক্ত চাতাল কল শ্রমিক লিটন মিয়া (২৫)কে আ'ট'ক করা হয়েছে। সেও কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে। ওই শিশুর মা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জানায়, বিকেলে শিশুটি চাতাল কলের ভেতরে খেলা করছিলো। সন্ধ্যার দিকে শিশুটির বড় ভাইয়ের বন্ধু চাতাল কলের শ্রমিক লিটন শিশুটিকে ফু'সলি'য়ে এ অ'পক'র্ম করে।
পরে ওই শিশুর এক সহপাঠী মাধ্যমে ঘ'টনাটি জানার পর শিশুটিকে র'ক্তা'ক্ত অব'স্থায় উ'দ্ধার করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ধ'র্ষ'ক লিটন থানার সামনে দিয়ে ঘু'রাঘু'রি করার সময় পুলিশকে তাকে আ'ট'ক করে।
আশুগঞ্জ-সরাইল সার্কেলের এএসপি মাসুদ রানা জানান, অ'ভিযু'ক্ত যুবককে শিশুটি শ'নাক্ত করার পর আ'ট'ক করা হয়েছে। শিশুটিকে ডা'ক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জ'রুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিশুটির অব'স্থা খুবই খা'রাপ। তার প্রচুর র'ক্তক্ষ'র'ণ হচ্ছে। গা'ইনি কনসা'লটেন্ট কল করে জ'রু'রি ভি'ত্তিতে তার চিকিৎসা চলছে। প্রয়োজনে তাকে ঢাকায় পা'ঠানো হতে পারে।