বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০, ১১:০৩:৫৬

স্বেচ্ছায় সেবা দিতে গিয়ে করোনা আক্রা'ন্ত ডা: তারেক, সবার দোয়া কামনা

স্বেচ্ছায় সেবা দিতে গিয়ে করোনা আক্রা'ন্ত ডা: তারেক, সবার দোয়া কামনা

ব্রাহ্মণবাড়িয়া : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে স্বেচ্ছায় সেবা দিতে এসে চিকিৎসক ফাতেহ মো. তারেক করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাতে তিনি করোনায় আক্রা'ন্ত হওয়ার খবর জানতে পারেন। এর চার দিন আগে তিনি নমুনা দিয়েছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

এর আগে তারেক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট রাজদীপ বিশ্বাসের আহ্বানে তিনি সেখানে সেবা দিতে যান।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারেক বলেন, ‘আমার হালকা জ্বর ও কাশি রয়েছে। গত ২৬ মে আইসিইউতে ১০ দিনের ডিউটি শেষ হয়। এ অবস্থায় উপসর্গ দেখা দিলে ৩০ মে আমি নমুনা দিই। বুধবার রাতে আমার করোনা পজিটিভ হওয়ার খবর পাই। সুস্থতার জন্যে সবার দোয়া কামনা করছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে