নৌকায় ভোট দেয়ার উপহার ‘ট্রেনের যাত্রাবিরতি’
ব্রাহ্মণবাড়িয়া : আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মেয়র নির্বাচিত হওয়ায় আইনমন্ত্রীর উপহার ‘ট্রেনের যাত্রাবিরতি’। আগামী ৭ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতি শুরু করবে বিজয় এক্সপ্রেস ট্রেন।
ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ পথে চলাচলকারি আন্তঃনগর ওই ট্রেনটি আসা-যাওয়ার পথেই আখাউড়াতে যাত্রাবিরতি করবে। গত শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা এ তথ্য জানন।
তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে আবারো বিজয়ী করায় তাৎক্ষণিক উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়াতে বিজয় এক্সপ্রেস যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।
এর আগে গত ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত এক সমাবেশে বিজয় এক্সপ্রেস থামানোর ব্যাপারে আখাউড়াবাসীকে আশ্বাস দিয়েছিলেন আইনমন্ত্রী।
২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�