সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১১:৩৮:৫৯

নাসিরনগরে আতংকে রাতের আধাঁরে রাস্তায় মানুষের ঢল

নাসিরনগরে আতংকে রাতের আধাঁরে রাস্তায় মানুষের ঢল

এস.এম.বদিউল আশরাফ,নাসিরনগর,সংবাদদাতাঃ ব্রাক্ষবাড়িয়ার নাসিরনগরের সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ৬ দশমিক ৭ মাত্রার ভুমিকম্প অনুভুত হয়। এই ভুমিকম্প প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়। যুক্তরাষ্ট্রের ভুতাত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী সকালে এই ভুমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মনিপুরের ইস্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। ভুমিকম্পের ফলে মানুষ আতংকিত হয়ে হয়ে পড়ে রাতের ঘুমন্ত মানুষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান ২০ সেকেন্ড স্থায়ী ভুমিকম্পে এখন পর্যন্ত নাসিরনগরের কোন এলাকায় ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে