ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩২ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে দুটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় শিয়াল দুটি গ্রামের নারী-শিশুসহ অর্ধশত মানুষকে কামড় আহত করে। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, সন্ধ্যার দিকে শিয়াল গ্রামের ভেতরে এসে মানুষকে কামড়ে দেয়। অনেককে ঘরের ভেতরে এসেও কামড়েছে। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসন বলেন, শিয়ালের কামড়ে কেউ কম, কেউ বেশি আহত হয়েছেন। সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে, কারো ভ্যাকসিনের প্রয়োজন হলে রোববার (৩ জানুয়ারি) দেয়া হবে।