ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মামুনুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় আসতে 'বাধা দেওয়ার' খবরে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে মাদ্রাসা ছাত্ররা।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার কাউতলিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের আসার কথা ছিল। কিন্তু মাদ্রাসা ছাত্রদের কাছে খবর আসে, মামুনুল হককে মাহফিলে আসতে সড়কে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে মাদরাসা ছাত্ররা। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানতে চাইলে হেফাজত ইসলামের নায়েবে আমির সাজিদুর রহমান বলেন, 'মামুনুল হককে আসতে বাধা দেওয়ার খবরে ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মামুনুল হক মাহফিলে আসছেন।'
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, 'মামুনুল হককে আসতে দেওয়া হয়নি। তবে গুজবে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ করে।'